কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধিজেলা প্রতিনিধি, ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৪ পিএম, ০৩ মে ২০১৯
গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রক্ত নিয়ে কাজ করেন কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাব। যেখানে রক্তের প্রয়োজন, সেখানে ছুটে চলেন তারা। রক্ত সংগ্রহ করে বাঁচিয়ে তোলেন মুমূর্ষু রোগীর প্রাণ। ‘কয়েক ফোঁটা রক্ত অন্যের প্রাণ, রক্ত দিয়ে গাইবো মোরা মানবতার জয়গান’ এই স্লোগান নিয়ে ২০১৬ সাল থেকে কাজ শুরু করেছে তরুণ স্বেচ্ছাসেবী রক্তদান ও জনকল্যাণমূলক এই সংগঠন।

আজ ৩ মে ২০১৯ জুমাবার বিকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় গরিব, দুস্থ ও সুবিধা বঞ্ছিত প্রায় পঞ্চাশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাসহ ক্লাবের কার্যকরী কমিটির সম্পাদক মণ্ডলী সহ সাধারন সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :