সাড়া পেলেই ধান কাটতে ছুটছে সোনাগাজীর ছাত্রলীগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৩ পিএম, ২৭ এপ্রিল ২০২০

সোনাগাজীর সোনালি ধানের বাম্পার ফলন হলেও করোনা সংকটে সেই ধান কেটে ঘরে তোলা নিয়ে কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। মাঠজুড়ে ধান পেকে থাকলেও শ্রমিক সংকটের কারণে সেই ধান কেটে ঘরে তুলতে পারছিল না কৃষক। তাই কৃষকের ফলানো এসব সোনালি ধান নিয়ে বিপাকে পড়া কৃষকদের চোখে মুখে হাসি ফোঁটাতে ধানি জমিতে নেমেছে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ।

টানা সপ্তম দিনের মতো সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের অসহায় কৃষক মাইন উদ্দিনের ৪৫ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন চৌধুরীর নেতৃত্বে অর্ধ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীর একটি স্বেচ্ছাসেবী দল।

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী’র সার্বিক সহযোগীতায়, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের অনুপ্রেরণায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছে এবং প্রতিদিন কাজও করছে। যখনই যেখান থেকে সাড়া পাচ্ছি ধান কাটতে ছুটছি। কৃষকের কষ্টে ফলানো সোনালি ধান কেটে কৃষকের ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

কৃষক মোহাম্মদ মাইন উদ্দিন জানান, করোনার কারণে আমার এক মাস ধরে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। তাই এইদিকে টাকার সমস্যা দেখা দিয়েছে। আবার কিছু টাকা জোগাড় করলেও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এতে জমিতে ধান পাকলেও তা কাটার কোনো উপায় পাচ্ছিলাম না। পরে যখন খবর পেলাম ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছেন তখন তাদের কাছে গেলে তারা আমার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয়।

প্রসঙ্গত, চলমান করোনা সংকটে শ্রমিক সংকটের কারণে জেলার বিভিন্ন ধানি জমির ধান কাটা নিয়ে অসহায় হয়ে পড়ে কৃষক।

আপনার মতামত লিখুন :