সোনাগাজীর বগাদানায় ত্রাণের দাবিতে ভিডিও ছিল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র

গাজী মোহাম্মদ হানিফগাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী)
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫১ পিএম, ০৪ মে ২০২০

সোনাগাজীর বগাদানায় ত্রাণের দাবিতে করা ভিডিও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন।

তিনি তার ভিডিও বার্তায় জানায়, মূলত একটি কুচক্রি মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় ও ইউনিয়নে ত্রাণ বিতরণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এই ভিডিও করা হয়।

গত সোমবার (৪ মে) বগাদানার পাইকপাড়া গ্রামে একটি বাড়ির কিছু অসহায় পরিবারের লোকজনকে জড়ো করে সেমাই-চিনি দিবে বলে ত্রাণের দাবিতে ভিডিও করিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বিএনপি-জামাত সমর্থিত একটি কুচক্রি মহল।

ইউপি মেম্বার সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রাপ্ত সকল ত্রাণ ও উপহার সমবন্টনের মাধ্যেমে প্রত্যেকের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হয়েছে। বাকিদের ক্রমান্বয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘সরকারের সহায়তা আরও আসছে। আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছি। ত্রাণের জন্য কোনও ভিডিও করার দরকার নাই। প্রয়োজন অনুযায়ী সবাইকে ত্রাণ দেওয়া হবে।’

আপনার মতামত লিখুন :