সোনাগাজীতে বিএনপি নেতা আকবর হোসেন’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
ফেনীর সোনাগাজী উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিনমজুর, কর্মহীন অসহায় মানুষের মাঝে মিন্টু নাছরিন ট্রাস্ট এর সহযোগীতায় ফেনী-৩ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য প্রার্থী আকবর হোসেন ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এইসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য মঞ্জুর হোসেন বাবর, সোনাগাজী উপজেলা বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলম ভূঁইয়া, সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁইয়া সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।