সোনাগাজীতে চাঁদাবাজির অভিযোগে সংবাদ কর্মীর বিরুদ্ধে থানায় জিডি
ফেনীর সোনাগাজীতে চাঁদাবাজী, গালমন্দ, বিভিন্ন, হুমকী-দমকির অভিযোগে এক সংবাদ কর্মী ও শিবির ক্যাডারের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় জিডি করেছেন প্রফেসর নাফিজ উদ্দিন খাঁন। রবিবার (৭মার্চ) রাত ৮ টার সময় তিনি এ জিডি (৩২৭) করেন।
থানার লিখিত জিডি সূত্রে জানাযায়, অভিযোগকারী সোনাগাজী থানাধীন বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সংগঠনের সাথে সরাসরি যুক্ত আছেন।
অন্যদিকে, বিবাদী শফি উল্যাহ রিপন শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য বাদীকে হেয়প্রতিপন্ন ও আত্মসম্মানে আঘাত করার হীন উদ্দেশ্যে কু-রুচিপূর্ন লেখা লেখি এবং অপ-প্রচার করিয়া আসিতেছে।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, রবিবার বিকালে সোনাগাজী থানাধীন পৌরসভাস্থ জিরো পয়েন্টে অভিযোগকারীকে পেয়ে মোটা অংকের টাকা দাবী করেন শিবির ক্যাডার শফি উল্যাহ। শফি’র দাবীকৃত টাকা দিতে অপরাগত প্রকাশ করলে গালমন্দসহ ভিবিন্ন হুমকী-দমকি দিয়ে থাকে।
অভিযোগকারী প্রফেসার নাফিজ বলেন, আত্মরক্ষায় শফি উল্যাহ রিপনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় জিডি করেছেন। জিডি করেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরো বলেন, শিবির ক্যাডার শফি উল্যাহ পুনরায় তার থেকে চাঁদা দাবী করতে পারে। হয় তো বা তাঁর বড় দরনের ক্ষতি করতে পারে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট লেখা লেখি করতে পারে বলে তিনি মনে করেন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে শফি উল্লাহ জানান, আমি গনমাধ্যম কর্মী, মাটির ব্যাবসা নিয়ে আমি ফেইসবুক লেখালেখি করায় উনি ক্ষিপ্ত হয়ে এই সব ঘটনা রটাচ্ছেন।
এবিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এই সব বিষয় গুলো সামাজিক ভাবে শেষ করা ভালো। কারন, রাজনৈতিক গ্রুপএর কারনে এ সকল সমস্যা গুলো সৃষ্টি হয়।
প্রফেসার নাফিজ উদ্দিন খাঁনের বাড়ি সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নে। অপর দিকে শিবির ক্যাডার শফি উল্যাহ রিপনের বাড়ি একই উপজেলার বগাদানা ইউনিয়নে।