রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র দাফন সম্পন্ন

কীর্তিমানের মৃত্যু নেই

মেহরাব হোসেন মেহেদীমেহরাব হোসেন মেহেদী
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩১ এএম, ১৯ জানুয়ারি ২০২২

স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, গ্রীণল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাইকে দাফন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) বেলা ১১টার দিকে আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’কে গার্ড অব অনার দেওয়া হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ফেনী জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

গার্ড অব অনার প্রদান কালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলামসহ জেলা পুলিশের একটি চৌকস দল।

জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, নবাবপুর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক সরকারী কর্মকর্তা এ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি বৃন্দসহ এলাকার সব শ্রেণী-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

পরে নবাবপুরের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার জীবদ্দশায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার উন্নয়নে নিজ অর্থ ব্যয় করেছেন। দেশে-বিদেশে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ করে গিয়েছেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সহ অসংখ্য অত্মীয়স্বজন রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :