সাজাপ্রাপ্ত আসামীর খোঁজে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ফেনীর দাগনভূইয়ায় মোহাম্মদ কাজী আমির হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারে হন্য হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসামী মোহাম্মদ কাজী আমির হোসেন ফেনীর দাগনভূইয়া উপজেলার আলোচিত ইসমাইল হোসেন ও কামাল উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তাকে গ্রেফতার করতে তার বাড়ীসহ তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে হন্য হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তাকে গ্রেফতার করতে তাদের একাধিক টিম কাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গত ২৩ ডিসেম্বরসহ একাধিকবার মোহাম্মদ কাজী আমির হোসেনকে গ্রেফতার করতে তার বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরআগেও একাধিকবার তার বাড়িতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে তাকে না পেয়ে পরিবারের সদস্য ও আত্নীয় স্বজনের উপর পুলিশ চড়াও হয় বলে তার ছোট ভাই সাখাওয়াত হোসেন ও তার স্বজনরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। তার ছোট ভাই সাখাওয়াত হোসেন অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে গালাগাল ও তার উপর চড়াও তাকে মারধর করে।

মোহাম্মদ কাজী আমির হোসেন কে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনী এর আগেও একাধিক বার তাদের বাড়িতে অভিযান চালায়। পলাতক কাজী মোহাম্মদ আমির হোসেন (৪২) দাগনভূইয়া উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আসামী আমির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

আপনার মতামত লিখুন :