সোনাগাজীর সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৪

ফেনীর সোনাগাজী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মতবিনিময় সভা করেছেন সোনাগাজীর কর্মরত সাংবাদিকদের সাথে।

আজ শনিবার বিকেলে সোনাগাজী মডেল থানায় ওসির কক্ষে সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান, সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, মানবাধিবার কর্মী কাজী মিজানুর রহমান মিস্টার।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান (সংগ্রাম), জসিম উদ্দিন কাঞ্চন (ইনকিলাব), শেখ আবদুল হান্নান (কালের কন্ঠ), জাবেদ হোসাইন মামুন (দুর্বার), মেহেরাব হোসেন মেহেদী (ডেইলি ইন্ডাষ্টি), আবদুর রহিম (যুগান্তর), মোতাহের হোসেন ইমরান (কালবেলা), গাজী মোঃ হানিফ (স্বদেশ প্রতিদিন), এস.এন আবছার (মানবকন্ঠ, স্টারলাইন), সালাহ উদ্দিন (বাংলাদেশ সমাচার), আলমগীর হোসেন রিপন (আজকের পত্রিকা), কাওসার মাহমুদ (মানবজমিন), ইলিয়াস সুমন (বঙ্গসংবাদ), ইকবাল হোসেন (বৈকালী), বাহার উল্লাহ বাহার (আমাদের নতুন সময়), ওবায়দুল হক (জনপ্রিয়), রাসেল চৌধুরী (ফেনীর সময়), জহিরুল হক খান (নবচেতনা), হাবিবুল ইসলাম রিয়াদ (বাংলাদেশ বুলেটিন), শহিদুল ইসলাম (সমসাময়িক), শরিয়তুল্লাহ রিপাত (প্রতিদিনের বাংলাদেশ), আল মামুন (দেশ বার্তা), বায়োজিদ হোসেন (নয়া পয়গাম), আবদুর রহিম রুবেল (নওরোজ), নুরুল আলম মহব্বত (নতুন আলো প্রতিদিন), শহিদুল ইসলাম মামুন (ফেনীর শক্তি)।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সাংবাদিকদের সাথে মাদক, চোরাচালানী, যানজট, আইন-শৃঙ্খলা উন্নয়নসহ বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। সভায় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :