নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৪নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোক্তার আহমেদ সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারির মাস্টার এনামুল হকের সঞ্চালনায় মঙ্গলবার সকালে গোয়ালিয়া একটি অডিটোরিয়ামে নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৪নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি জেলা কর্মপরিষদের সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্জিনিয়ার ফখরুদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের খাঁচাই বন্ধী করে রাখা হয়ে ছিলো এখন উন্মুক্ত, এই উন্মুক্ত পরিবেশ রক্ষা যদি না করতে পারি তাহলে আমাদের আবার বন্ধী হতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জননেতা এস এম বদরুদ্দোজা। নবাবপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মমিনুল হক ও ইউনিয়ন পশ্চিম ছাত্রশিবির সভাপতি কলিম উদ্দিন প্রমুখ।