সোনাগাজীতে আল আমিন ইয়ুথ সোসাইটির আত্মপ্রকাশ
আহ্বায়ক কেফায়েত শাকিল, সদস্য সচিব সোহাগ চৌধুরী

আল-আমিন ইয়ুথ সোসাইটি নামে সোনাগাজীর ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সোসাইটির নতুন তারুণ্যভিত্তিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। নবগঠিত এই প্ল্যাটফর্মের আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে ফেনীর কৃতি সন্তান তরুণ সমাজসেবক ও সাংবাদিক কেফায়েত শাকিলকে। সদস্য সচিব হয়েছেন সোহাগ চৌধুরী।
সোমবার (২৭ অক্টোবর) রাতে আল আমিন সোসাইটি পরিচালিত আল আমিন আদর্শ নূরানী মাদ্রাসা মিলনায়তনে এক সাধারণ সভার মাধ্যমে এই সংগঠন ও কমিটি গঠন করা হয়।
আল আমিন সোসাইটির সভাপতি কাজী মাওলানা এরশাদ উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এই সভায় উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন আল আমিন সোসাইটির প্রতিষ্ঠাতা লকিয়ত উল্যাহ চৌধুরী, আল আমিন আদর্শ নূরানী মাদ্রাসার সুপার ক্বারী হাসান ও স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি তাসনিম উদ্দিন।
আহ্বায়ক কমিটিতে নির্বাচিত অন্য যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, এমদাদ উল্লাহ, আব্দুল হালিম, আমজাদ উল্যাহ চৌধুরী, মোহাম্মদ সাইমুন, দিদারুল ইসলাম।
নবনির্বাচিত আহ্বায়ক কেফায়েত শাকিল জানান, আল আমিন সোসাইটি দীর্ঘ সময় ধরে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা এলাকার তরুণদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে সমাজ সংস্কারে সম্পৃক্ত করতে নতুন করে তারুণ্যভিত্তিক এই প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। এটি আল আমিন সোসাইটির ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে প্রতিষ্ঠিত আল আমিন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পাঠাগার ও একটি নূরানি মাদ্রাসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে আল আমিন সোসাইটি। এসব কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ট সমাজসেবী সংগঠনের স্বীকৃতিসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে সংস্থাটি।