ছাত্রলীগ ও যুবলীগের সোনাগাজীর দুই নেতা আটক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৩ পিএম. ১৪ ডিসেম্বর ২০২৪

ফেনীর সোনাগাজীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিললকে আজ সন্ধ্যায় দক্ষিণ চর সাহাভিকারি গ্রামের চান মিয়ার দোকান থেকে পুলিশ আজ সন্ধ্যায় গ্রেফতার করে। সে চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও জমাদার বাজার ইসলামি ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসায়ী।

সোনাগাজী মডেল থানার ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিফালে ছাত্র আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাকান্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা আব্দুল জলিলের সম্পৃক্ততা থাকায় তাকে আটক করা হয়েছে। ফেনী মডেল থানায় হস্তান্তর করে মামলা রুজু করে তাকে কোর্টে প্রেরন করা হবে।

অন্যদিকে সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দীন অপুকে আজ সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।৪ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে ছাত্র হত্যাকান্ডের ঘটনায় ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।তাকে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ফেনী মডেল থানায় হস্তান্তর করবে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র।

সোনাগাজী মডেল থানার ওসি জানান,যুবলীগ নেতা অপুর বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি চাঁদাবাজীর মামাল রয়েছে তাকে সেই মামলায়ও গ্রেফতার দেখানো হবে।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ