সোনাগাজীতে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ভাঙচুর-আগুন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীর সোনাগাজীতে সেনাবাহিনীর সাবেক লেফট্যানেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। তিনি ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অর্ধশতাধিক উত্তেজিত জনতা সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে অবস্থিত মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে এ ভাঙচুর করে। পরে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বিক্ষুব্ধ জনতা বলেন, ওয়ান ইলাভেনের খলনায়ক মাসুদ উদ্দিন চৌধুরী স্বৈরচার শেখ হাসিনার দোসর ছিলেন। সে বিনাভোটে পর পর দুইবার সংসদ সদস্য হয়ে আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।

মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের পর উত্তোজিত জনতা পাশে সোনাপুর গ্রামে অবস্থিত আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন ও ছাগলকান্ডের মতিউর রহমান এর শ্বশুর বাড়ীতে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় তারা বলেন, আজিজুল হক হিরন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই পরিচয় দিয়ে টেন্ডার-বাণিজ্য থেকে শুরু করে নানা অপকর্ম করতেন।

আপনার মতামত লিখুন :