সোনাগাজীতে ছাত্রলীগ নেতাকে রগকেটে হত্যার চেষ্টা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Oplus_16908288

ফেনীর সোনাগাজীতে এক ছাত্রলীগ নেতাকে পায়ে ড্রিল দিয়ে ছিদ্র করে ও রগকেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

২৭ ফেব্রুয়ারি, বৃহষ্পতিবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড, রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ছাত্রনেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে সোনাগাজী থানার ওসি বলেন এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জানাগেছে, বৃহষ্পতিবার বিকালে উপজেলার মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি দীন মুুহাম্মদ ফিরোজ (২৫)কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন অস্ত্রধারী। ফিরোজ ২নং ওয়ার্ড, রাঘবপুর গ্রামের মনু হাজী বাড়ির নুর মোহাম্মদ ও বুলবুলি বেগমের ছেলে এবং বিকাশ কোম্পানীতে কর্মরত আছেন।

রাতে ওই অস্ত্রধারীদের দাবিকৃত টাকা (মুক্তিপণ) নিয়ে মা ও খালা পাশ্ববর্তি বিষ্ণপুর রাস্তার মোড়ে যান। সেখানে ছেলেকে রক্তাক্ত দেখে সমাজপতিকে পুলিশে খবর দিতে বলেন। পুলিশে ফোন দেয়ায় মা ও খালাকে মারধোর করে ফিরোজকে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আহত ছাত্রলীগ নেতা দীন মুুহাম্মদ ফিরোজ

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক সমাজপতি জানান, একই বাড়ির হাফেজ আহম্মদের ছেলে যুবদল নেতা আবুল হোসেন লিটনের নেতৃত্বে ৭/৮জন সশস্ত্র সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে ফিরোজের ডান পায়ে রগকেটে দিয়েছে ও ড্রিল মেশিন দিয়ে চারটি ছিদ্র করেছে। তার মায়ের অনুরোধে তিনি থানায় খবর দেন। এতে ক্ষিপ্ত হয়ে মুক্তিপণের টাকা নিয়ে আসা মা-খালাকেও মারধোর করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা মাস্ক পরিহিত ও ঘটনাস্থল অন্ধকার হওয়ায় লিটন ছাড়া অন্য কাউকে চিনতে পারেননি তিনি।

ফিরোজের মা বুলবুলি বেগম বলেন, মুক্তিপণের টাকা দিয়েও এতিম ছেলেটাকে রক্ষা করতে পারিনি। শুধুমাত্র ছাত্রলীগ করায় ছেলেটাকে পঙ্গু করে দিয়েছে বিএনপি -ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা। মুুমুর্ষ অবস্থায় তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, থানার উপ-পরিদর্শক ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন ও আহতকে হাসপাতালে পাঠিয়েছেন। এখনো লিখিত কোন অভিযোগ না পাওয়ায় হামলার কারন বা জড়িতদের ব্যপারে কিছুই জানা যায়নি। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আপনার মতামত লিখুন :