মারকাজুস সুন্নাহ বাংলাদেশের ভোরবাজার শাখার উদ্যোগে ইফতার ও পরামর্শ সভা অনুষ্ঠিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০১ পিএম, ১২ মার্চ ২০২৫
Oplus_16908288

মারকাজুস সুন্নাহ বাংলাদেশ সোনাগাজীর ভোরবাজার শাখার উদ্যোগে নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এক ইফতার ও পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভার সঞ্চালনা করেন মারকাজুস সুন্নাহ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা আবদুল ফাতাহ্ বিন আমিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা রুহুল আমিন।

এছাড়াও আলোচনায় অংশনেন ফেনী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও মহদিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুর নবী, হাজীপুর জামে মসজিদের খতিব মাওলানা শহীদুল ইসলাম, ডাক-বাংলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জিয়াউল হক এবং নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা মোকতার আহমেদ, ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, দাশের হাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মারকাজুস সুন্নাহ বাংলাদেশ একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন, যা ধর্মীয় ও সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা ইসলামের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন :