ঋণ নিরাপত্তা সুবিধা ও চিকিৎসা সহায়তা প্রদান

আশা এনজিও

প্রেস বিজ্ঞপ্তিপ্রেস বিজ্ঞপ্তি
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২০
ঋণ নিরাপত্তা (ঋণ মওকুফ) সুবিধা ও চিকিৎসা সহায়তা প্রদান

বেসরকারি উন্নয়ন সংস্থা “আশা” বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। ইহা দারিদ্র বিমোচনে ঋন কর্মসূচি পরিচালনা করে আসছে। আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আশা ফেনী জেলার ঋণী সদস্যেদের ঋণ নিরাপত্তা (ঋণ মওকুফ) সুবিধা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা এবং আশার পক্ষে উপস্থিত ছিলেন আশা ফেনী জেলার জেলা ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম, ফেনী সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুলতানা আক্তার, আশা এমএসএমই ব্রাঞ্চের ম্যানেজার অলোক বসু।

 

উক্ত অনুষ্ঠানে ২ জন সদস্যকে ৬২২১৫৬ টাকা ঋণ নিরাপত্তা(ঋণ মওকুফ) , ০২ জন সদস্যকে ১১০০০ টাকা চিকিৎসা সহায়তা এবং ০১ জন সদস্যকে ৫০০০ টাকা দাফন কাফনের জন্য সহযোগীতা প্রদান করা হয়। উল্লেখ্য যে, জানুয়ারী’২০ থেকে অক্টোবর’২০ পর্যন্ত ফেনী জেলাতে ৩০০ জন সদস্যকে ১০৫০১৯১৩ টাকা ঋন নিরাপত্তা(ঋণ মওকুফ), ২৯ জনকে ১০৭০০০ টাকা চিকিৎসা সহায়তা এবং ৭৮ জন সদস্যকে ৩,৯০,০০০ টাকা দাফন কাফনের জন্য সহযোগীতা করা হয়। উল্লেখিত সহায়তা প্রদান আশা সংস্থার নিয়মিত চলমান প্রক্রিয়া।

আপনার মতামত লিখুন :