ছাগলনাইয়ায় কুহুমা শান্তির বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

 

ছাগলনাইয়ার উত্তর কুহুমা শান্তির বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।

ব্যাংকের ছাগলনাইয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু আহাম্মদ ভুঁইয়া, উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুনীর, সমাজ সেবক আব্দুল কাদের ফরাজি।
হাফেজ সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সাংবাদিক শেখ কামাল, শান্তির বাজারের ব্যবসায়ী আহম্মদ করিম জাহাঙ্গীর।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের ছাগলনাইয়া শাখার সিনিয়র অফিসার শহীদুল ইসলাম।

ব্যাংকের সফলতা নিশ্চিত করতে স্থানীয় ব্যবসায়ী সহ এলাকাবাসী সবার সহযোগীতা চেয়ে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট স্বত্বাধিকারী দীন মোহাম্মদ মজুমদার মজনু।

আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন নাছিরা দিঘী আজিজিয়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ উল্যাহ।

আপনার মতামত লিখুন :