ভোরবাজার ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন”এই শ্লোগানকে সামনে রেখে সোনাগাজীর ভোরবাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার অধীনস্থ ভোরবাজার এজেন্ট আউটলেড শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মাসব্যাপী সেবা মাস উপলক্ষে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ভোরবাজার এজেন্ট আউটলেড ব্যাংক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রাহক সমাবেশে আলোচনা সভায় মেসার্স কাজল ট্রেডার্স এজেন্ট আউটলেড শাখার স্বত্বাধিকারী আব্দুস সামাদ আজাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ব্যাবস্থাপক মনছুরুল আলম।
সোনাগাজী শাখার অফিসার আবু হামেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, আল জামেয়াতুল ফালাইয়া কামিল মাদ্রাসার প্রধান ফকীহ মাও মুফতি আবদুল হান্নান, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদী,
পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব মাও নুরু নবী, ভোরবাজার হাইস্কুল প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক সজিব, সফরপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাও নুরুল আফসার, নবাবপুর ইউনিয়ন জামায়াতের আমীর জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুকসহ আরোও অনেকেই।