৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়
ফেনী জেলার অন্যতম ঐতিহ্যবাহী ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন নিয়ে বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সাবেক প্রধান শিক্ষক কবির আহমেদ সভাপতিত্ব করেন এবং সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন প্রধান অতিথির আসন গ্রহণ করেন।
অন্যতম প্রাক্তন ছাত্র মো. লিয়াকত এর সঞ্চালনায় ভোরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন স্বাগত বক্তব্যে দলমত নির্বিশেষে সব ছাত্র/ ছাত্রী ঐক্যবদ্ধ হয়ে ঐতিহ্যবাহী ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের উদাত্ত আহ্বান জানান। —বিজ্ঞপ্তি