এবার নুসরাতকে নিয়ে বানানো হবে চলচ্চিত্র

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৯
দেলওয়ার জাহান ঝন্টু ও নুসরাত জাহান রাফি(বাম দিক থেকে)

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার ঘটনায় উত্তাল সারা বাংলাদেশ। নুসরাতের হত্যার বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব বইছে জায়গায় প্রতিবাদের ঝড় ।

এবার নুসরাতের ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন প্রবীন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। নুসরাত’ শিরোনামেই নির্মিত হবে চলচ্চিত্রটি। এরই মধ্যে এ চলচ্চিত্রের প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছেন এ নির্মাতা।

নুসরাতকে নিয়ে সিনেমা নির্মাণের বিষয়ে দেলওয়ার জাহান ঝন্টু বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এ কারণেই নির্মমভাবে জীবন দিতে হলো নুসরাতকে।

নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন তা শিগগিরই ঘোষণা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই পরিচালক। সব ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় বোরকা পরা ৪/৫ জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

গত ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান প্রতিবাদী নুসরাত জাহান রাফি।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :