কৌতুক অভিনেতা আনিস আর নেই !

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩১ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে ঘুমানোর মধ্যে মারা যান আনিস। তার মেয়ের জামাই আলাউদ্দিন শিমুল জানান, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।

টিকাটুলী জামে মসজিদে আজ সকাল ৯টায় আনিসের প্রথম জানাজা হয়। এর পর তার লাশ নেয়া হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুরে গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে সমাহিত করা হবে পারিবারিক কবরস্থানে।

১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আনিসের অভিনয়ে হাতেখড়ি। যদিও ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি ‘এইতো জীবন’। তারপর থেকে আর পিছু তাকাতে হয়নি তাকে। তার অভিনয় দর্শক মনে স্থান করে নিয়েছে।

তার বাবা মরহুম আমিনুর রহমান চা বাগানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ার দক্ষিণ বল্লবপুরে। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন আনিস।

আনিস স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

জিএসনিউজ/এমএইচএম/এএওয়াই

আপনার মতামত লিখুন :