স্যোশাল মিডিয়ায় মুক্তি পেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “সন্দেহের সংসার”
ঈদুল আজহা উপলক্ষে স্যোশাল মিডিয়ায় মুক্তি পেলো রকিব মাজহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “সন্দেহের সংসার” এটি একটি শিক্ষা মূলক সমাজিক চলচ্চিত্র। এ চলচ্চিত্র অভিনয়ে ছিলেন ফেণীর ছেলে ওমর খাঁন, সুবর্ণা ও হৃদয়। চিত্র গ্রহণে মনছুর আলম।
এছাড়াও গত ঈদে রকিব মাজহারের পরিচালনায় সামস্ এর গাওয়া “ঘুম ভালোবাসি” গানে কাভার মিউজিক ভিডিও তে মডেল হিসেবে কাজ করেছিলেন ওমর খাঁন। মিউজিক ভিডিওটি ফেণী মিডিয়ার ব্যনারে প্রচারিত হয়ে ব্যাপক শাঁড়া জাগিয়েছে।
এ ব্যপারে নির্মাতা রকিব মাজহার বলেন, মিউজিক ভিডিও নির্মানের পর পর দর্শকদের কাজ থেকে ব্যপক শাড়ামিলে, তারা চায় ভবিষ্যতে ফেণীতে এমন বিনোদন মূলক ভিডিও নির্মাণ হোক। তাছাড়া দর্শকের পাশাপাশি ফেণীর অনলাইন নিউজ পোর্টাল গুলিও খবর প্রকাশের মাধ্যমে আমাদের ব্যপক উৎসাহিত করছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকলে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ দর্শকদের উপর দেয়া হবে