মা মরে ৩ মাসের কঙ্কাল, তবু ছেড়ে যাচ্ছে না বিড়াল ছানা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৩ পিএম, ২২ এপ্রিল ২০১৯
ছবি : সংগৃহীত

মাকে হারিয়েছে প্রায় তিন মাস হলো। মায়ের মৃতদেহটা এখন কঙ্কালে পরিণত হয়েছে। তবে সেই কঙ্কাল আঁকড়েই দিন কাটছে এক বিড়াল ছানার।

সেই বিড়াল ছানার এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটিতে দেখা যায়, বিড়ালছানাটি মাটিতে পড়ে থাকা তার মায়ের কঙ্কালটি আঁকড়ে ধরে পড়ে আছে।

ছবিটি তুলেছেন কলকাতার রাজীব সরকার। তিনিই ছবিটি ফেসবুকে প্রকাশ করেন। তিনি জানান, ভারতের কলকাতার শ্যামবাজার থেকে ছবিটি তুলেছিলেন।

মোটরসাইকেল চাপায় নিহত হয় মা বিড়ালটি। রাজিব জানান, কলকাতার শ্যামবাজারের রাধামাধব গোস্বামি লেনের ঘটনা এটি।

স্থানীয়দের মতে, প্রায় তিন মাস মাকে সে হারিয়েছে। এখনো ভুলতে পারেনি তাকে। রাতে প্রায়ই বিড়ালছানাটির গোঙানি শোনা যায়।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :