তারুণ্যের অহংকার শামীম আধিত
প্রকাশিত : ০৫:১৬ পিএম. ২৯ ডিসেম্বর ২০২৪

কারো কাছে অত্যন্ত প্রিয় ভাই। কারো কাছে মামা বলে এলাকাতে পরিচিত তারুন্যর অহংকার ফিরোজপুর জেলা মোটবাড়িয়া শামীম আধিত্য। কেবল নিজ এলাকাতেই নয়, তার খ্যাতি বা সুনাম দেশের সব জেলাতে রয়েছে। রয়েছে অনেক শুভাকাঙ্ক্ষী। যা বিভিন্ন সময় সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে ও কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তিদের সাথে বৈঠক ও কর্মকান্ডে উঠে এসেছে। প্রচার বিমুখ এই তরুণ সৃজনশীল মনের অধিকারী। তার রয়েছে পজেটিভ একটা মননশীল ফ্যানবেইজ।
২০২৪ ছাত্র আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছেন বরিশালে অনেক বাধা বিঘ্ন ডিঙিয়ে আন্দোলন অংশগ্রহণ করে গেছেন। শুধু ২০২৪ না ২০১৮ তেও আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এছাড়া সড়ক আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, বিভিন্ন যৌক্তিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এই যুবক।
সে নিজের এলাকাকে মাদকমুক্ত রাখার জন্য করছেন অনেক ব্যবস্থা। ছেলেদের মাঠমুখি করার জন্য, ক্রীড়ার প্রতি যুবকদের উদ্বুদ্ধ করার জন্য করে দিয়েছেন একটি ক্রিড়া একাডেমি (বুস্বা)। উপজেলায় সেরা কয়েকটি একাডেমীর মধ্যে অন্যতম সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করছেন এই ২৪ এর তরুন।
বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থার( দপ্তর বিষয়ক সম্পাদক), রক্তদানের মঠবাড়িয়া স্বেচ্ছাসেবী সংগঠনের (উপদেষ্টা) এবং ফর হিউমান সংগঠনের (সাধারণ সম্পাদক) হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার সাথে যোগাযোগ করে যেটা জানা গেল নিজ এলাকায় অনেক কিছু করার চিন্তা আছে তার। -নিজ এলাকাকে একটি সুন্দর পরিবেশ ও সামাজিক রূপ দিতে পারলে এর থেকে শান্তি আর নেই। রাজনীতি সম্পর্কে আরো জানালেন – রাজনীতিতে যারা এগিয়ে আসছেন পেটের জন্য নয় নীতির জন্য রাজনীতি করুন। এদেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত সত্য ন্যায় নীতির প্রতি শ্রদ্ধাবোধ হবেনা ততদিনে কোন রাজনৈতিক দল’ই নিজ অবস্থানে নিজ জায়গায় কিছুই করতে পারবে না। মানুষের ভালোবাসা টাকা কিংবা হুমকি দিয়ে হয়না, মানুষের সাথে মিশতে হবে বুঝতে হবে পাশে দাড়াতে হবে তাহলেই একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন। মাটির মানুষ হয়ে কাদা জল গায়ে ছিটাতে না পারলে কাদের মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করবেন।