ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৫ পিএম, ০৫ জুন ২০১৮

অনলাইন ডেস্কঃ>>>

ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে গুজরাটের জামনগরে এ ঘটনা ঘটে।

 

নিহত পাইলটের নাম সঞ্জয় চৌহান। জামনগরে বিমানটি রুটিন প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করছিল।

 

ঘটনার কারণ অনুসন্ধান করতে ইতোমেধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

 

প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র লে. কর্নেল মানিশ ওজহা বলেন, স্থানীয় সময় ১০ টা ৩০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার কারণ তিনি প্রাথমিকভাবে বলতে পারেননি।

 

এ নিয়ে গত দুই মাসে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হল। গত এপ্রিলের ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর ছয় সদস্য আহত হন।

আপনার মতামত লিখুন :