উহানের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর গুরুত্বপূর্ণ প্রমাণ আছে: পম্পেও

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৭ এএম, ০৪ মে ২০২০

চীনের উহানের ল্যাবরেটরিতে করোনাভাইরাসের উৎপত্তির জোরালো প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার এই দাবি করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির গণমাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

এবিসিকে পম্পেও বলেন, চীন থেকে বিশ্বে এর আগেও বিভিন্ন ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। দেশটির পরীক্ষাগারগুলোও নিম্নমানের বলে দাবি তার। তবে নিজের স্বপক্ষে কোন প্রমাণ দেননি তিনি। চীন সবরকম উপায়ে করোনার প্রাদুর্ভাব লুকানোর চেষ্টা করেছিলো বলে জানান তিনি।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :