করোনায় ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭৭৯ জনের
আমেরিকার পর ব্রাজিলে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণ শুরু হলে ব্রাজিল এক দিনেই এটিই সর্বোচ্চ মৃত্যু। আর ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল হচ্ছে এ ভাইরাস সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। এর আগে শুক্রবার এক দিনেই দেশটিতে মারা যায় ৭৫১ জন।
করোনাভাইরাসে ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৪৬১ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ২১৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের হিসেব অনুযায়ী, করোনায় এ পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ ৯২ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৪২৫ জনে। এর মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ আক্রান্ত ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
রাশিয়া সংক্রমণের নিরিখে ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেনকে পিছনে ফেলে তিনে উঠে এসেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ২৪৩ জনে। যদিও রাশিয়ায় প্রাণহানি অনেক কম। ২ হাজার ১১৬ জন এ পর্যন্ত মারা গিয়েছেন। ব্রিটেনে মৃত্যু ছাড়িয়েছে ৩২ হাজার।
ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯১১ জনে। কানাডা ও নেদারল্যান্ডে মৃতের সংখ্যা ৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। কানাডায় ৫,১৬৯ জন মারা গিয়েছেন। নেদারল্যান্ডে মৃত্যু হয়েছে ৫,৫১০ জনের।
কাতারে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৫২৬ জন। বুধবার সকাল পর্যন্ত সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৮৮২।
জিএসনিউজ/এমএইচএম/এএএন