জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ সাত দফার ভিত্তিতেই হবেঃ মাহমুদুর রহমান মান্না
স্টাফ রির্পোটারঃ>>>>>
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না্ বলেছেন, আওয়ামীলীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ সাত দফার ভিত্তিতেই হবে। অনেক দিন ধরে সংলাপ বিষয়ে আলোচনা হচ্ছে। এখানে কুটকৌশল এর আশ্রয় নেওয়া ঠিক হবে না। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাতকারে মাহমুদুর রহমান মান্না এইসব কথা বলেন।
তিনি বলেন, আলোচনায় যেহেতু গিভ এন্ড টেক আছে, শুনতে হয়; শোনাতে হয়, তাই প্রাসঙ্গিকভাবে বাইরের কোন বিষয়ও আলোচনা হবে। যেমন কোটা, নিরাপদ সড়ক আন্দোলন, গ্রেফতার, সরকারের অন্যান্য কাজ, গ্রেফতার আর মামলা বিষয়ও আসবে। উনাদের কোন কথা যদি ভাল লাগে, তাহলে সেটাও আলোচনা হবে।
মাহমুদুর রহমান মান্না্ আরও বলেন, কেউ যদি মনে করেন যে, সংলাপের বেড়াজালে আটকে রেখে ঐক্যফ্রন্টের অন্যান্য কর্মসূচী বন্ধ করা হবে সেটা ঠিক হবে না। আশা করি কেউ সেটা করবেনও না। এমন যেন না হয়, সংলাপ থেকে বেরিয়ে সংঘাতের পথে এগিয়ে যাওয়া হয়। আমরা আমাদের দিক থেকে পজিটিভ থাকার চেষ্টা করবো। তারাও যেন পজিটিভ থাকে। সংলাপ চললে কর্মসূচী কখনও বন্ধ থাকে না। তাই সংলাপের পাশাপাশি অন্য কর্মসূচীও চলমান থাকবে বলে জানান নাগরিক ঐক্যের এই নেতা।
তবে, আলোচনায় দুইটি বিষয়ে সমস্যা হতে পারে বলে মনে করেন তিনি, এক. বেগম জিয়ার মুক্তি ও দুই. একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি নির্বাচনকালীন সরকার। বাংলাদেশে বিভিন্ন সময়ে সংলাপ হতে দেখা গেছে কিন্তু বাস্তবক্ষেত্রে সেসব সংলাপের আদৌ ভাল কোন ফলাফল আসেনি। এমন প্রতিক্রিয়ায় তিনি বলেন, অতীতের সংলাপের এই শিক্ষা থেকে এ সংলাপ সফল পরিনতিতে নিয়ে যাওয়া হবে।