ডেঙ্গু রুখতে অভিযান, উঠে এলো ভয়াবহ চিত্র

রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখতে উত্তর সিটিতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
সিটি করপোরেশনের ১০টি আঞ্চলের আঞ্চলিক কর্মকর্তার নেতৃত্বে রোববার (১০ মে) সকাল থেকে অভিযান শুরু হয়। এ সময় বিভিন্ন আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ভয়াবহ চিত্র উঠে আসে। আবাসিক ও বাণিজ্যিক এলাকায় দিনের পর দিন পানি জমে মশার উৎপাদনস্থল তৈরি হলেও পরিচ্ছন্নতার ছিটেফোঁটাও পাওয়া যায়নি।
প্রথমদিনের অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।
জিএসনিউজ/এমএইচএম/এএএন