লিগ্যাল নোটিশ
প্রকাশিত : ০৮:১৩ পিএম. ১৯ জুন ২০২১

লিগ্যাল নোটিশ
এতদ্ধারা সর্ব সাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, আমার মোয়াক্কেল নিম্ন এর তফসিল বর্ণিত সম্পত্তি খরিদ করার জন্য বায়নাপত্র দলিল সম্পাদন করিয়াছেন। নিম্ন তফসিলে বর্ণিত সম্পত্তিতে কাহারো কোন দাবী দাওয়া থাকিলে বিজ্ঞপ্তি প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে উপযুক্ত প্রমানপত্রসহ নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। অন্যথায় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি নিষ্কন্টক মর্মে উক্ত সম্পত্তিতে সকল প্রকার দাবী দাওয়া অগ্রাহ্য বলিয়া গন্য হইবে।
বায়নাকৃত ভূমির তফসিল
জেলাঃ ফেনী, থানাঃ সোনাগাজী, সাবেক ২৮৬ হাল ৭৬ নং বড় আহম্মদপুর মৌজার সি,এস ১২৬৮ নং খতিয়ান; বর্তমান বি,এস জরিপে খতিয়ান ১৩০৭ ও ১২৯৮। হাল বি.এস ২৫৪৬ দাগে ভিটি ভূমি ৪ ও ৪ শতাংশ আন্দরে ০৮ শতাংশ ভূমি বিক্রির জন্য বায়নাকৃত বটে।
জাহাঙ্গির আলম নান্টু, অ্যাডভোকেট
জজ কোর্ট, ফেনী, মোবাইলঃ ০১৭১১-৪৪৭৩৫৯।