সাজাপ্রাপ্ত আসামীর বাড়িতে পুলিশের তল্লাশি
ফেনীতে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারে হন্য হয়ে খুঁজছে পুলিশ। আসামীর নাম মোহাম্মদ কাজী আমির হোসেন।
ফেনীর দাগনভূইয়া উপজেলার আলোচিত ইসমাইল হোসেন ও কামাল উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ কাজী আমির হোসেন। তাকে গ্রেফতার করতে হন্য হয়ে খুঁজছে পুলিশ। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে ততপর রয়েছে। গত ১৫ ডিসেম্বর ও এর আগেরদিন তাকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এরআগেও একাধিকবার তার বাড়িতে অভিযান চালিয়েছে তারা। অভিযানে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের উপর পুলিশ চড়াও হয় বলে তার ছোট ভাই সাখাওয়াত ও পরিবারের লোকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।
ভাই সাখাওয়াত হোসেন অভিযোগ করেন পুলিশ তাকে গালাগাল ও লান্ছিত করে তাকে মারধর করে।আমিরকে গ্রেফতার করতে পুলিশ এর আগেও একাধিক বার তাদের বাড়িতে অভিযান চালায়। পলাতক আমির দাগনভূইয়া উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আসামী আমির পলাতক রয়েছে।