শিশুর প্রশ্ন _লক্ষ্মী রাণী রায়

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৬ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

শিশুর প্রশ্ন

_লক্ষ্মী রাণী রায়

 

“মা” কথাটি না ফুটিতে “মাম্মি” শেখায় আগে,

বাবা! সেতো চাষার ভাষা ড্যাড ই ভালো লাগে।

 

এমন ধারায় শিক্ষা শুরু, মায়ের স্নেহে ভরা,

বাংলা বোল পরে হবে, আগে ইংরেজী ছড়া।

 

খেলতে মাঠে গেলে শিশুর লাগবে গায়ে ধুলি,

তার চাইতে প্লে তেই দেব, নাই বা ফুটুক বুলি।

 

বলের চেয়ে বই ভালো, ব্যাটের চেয়ে কলম,

বই একটু ভার বটে! তবু বাঁচবে বলের জখম।

 

কদিন পরেই গেমস্ খেলে কাটাবে দিন ঘরে,

চিন্তা কি আর! বাছা আমার একাই উঠবে বেড়ে।

 

এতো মায়ের দিবাস্বপ্ন,জেগে জেগে দেখে,

শিশুটি তার জয় করবে বিশ্বজগৎটাকে।

 

শিশুর মনে অন্য ভাবনা ঘুরছে ঘুমের ঘোরে,

প্লে যদি হয় খেলা, কেও বই কেন না ছুঁড়ে?

ছুটির পরেও নেইতো রেহাই,

কাজের নেইতো শেষ,

ড্রয়িং সেরে গান ধরো- মায়ের কড়া আদেশ।

 

ক্লান্ত শিশু মায়ের কাছে করে অভিযোগ,

খেলা ফেলে কেন মাগো করছি যোগ বিয়োগ?

কেনই বা মা দুচোখ ভরে দেখতে সবি মানা?

আমার যে মা ইচ্ছে করে উড়তে মেলে ডানা।

 

ফুল পাখি সব আপন মনে দেখছে জগৎটাকে,

আমায় কেন বদ্ধ ঘরে রাখো চোখে চোখে?

আপনার মতামত লিখুন :