সংগীতশিল্পী আসিফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:>>>
জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরকে তথ্যপ্রযুক্তি আইনে দাখিল করা একটি মামলা গ্রেফতার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিআইডি’র একটি দল চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) সংলগ্ন নিজ স্টুডিও থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম জানান, তেজগাঁও থানায় সুরকার ও কন্ঠশিল্পী শফিক তুহিনকে একটি মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে
এজাহারে শফিক তুহিন অভিযোগ করেছেন, গত ১ জুন আনুমানিক রাত ৯ টার দিকে চ্যানেল ২৪এর সার্চ লাইট নাম এক্সিকিউটিভ রিপোর্টমেন্টের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তাঁর অনুমতি ছাড়াই তাঁর সঙ্গীতকর্মসহ অন্যান্য গানকারক, সুরকার ও শিল্পীদের ৬১৭ গান সবার অজন্তে বিক্রিত করেছেন।
গানগুলি ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টুন, ওয়াপ ২, রিংটোন, পিআরবি, ফুলট্র্যাক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসাবে বাণিজ্যিক ব্যবহার করা হয়েছে অসাধারণ এবং বিপ্লব মাধ্যমে বিপুল অর্থ উপার্জন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করুন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান অন মোবাইল প্র। লি। কনটেন্ট প্রোভাইডার, নেক্সট লি। গাক মিডিয়া বাংলাদেশ লি।
এবং অন্যান্য সংস্থার মাধ্যমে গানগুলি ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টুন, ওয়াপ -২, রিংটোন, পিআরবি, ফুলট্র্যাক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসাবে বাণিজ্যিক ব্যবহার করা হয়েছে অসাধারণ এবং প্রতারণা মাধ্যমে বিপুল অর্থ উপার্জন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত ২ জুন রাত ২ টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির।
এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টের নিচে আসিফ আকবর নিজেই একটি অ্যাকাউন্ট থেকে অস্থির মন্তব্য এবং হুমকি দেয়। পরের দিন ৫৪ মিনিট ৩৪সেকেন্ড লাইভ ভিডিওর 22 মিনিট থেকে তার অবমাননাকর, অশোভন এবং মিথ্যা-বানোয়াট বক্তব্য।
আসিফ আকবর তাকে (শফিক তুহিন) ভিডিওতে শায়েস্তা করান এতে তার (সফিক তুহিন) মানহানি আছে।