ডেইলি ইন্ডাস্ট্রি’র ফেনী প্রতিনিধি মেহেদী
ড. এনায়েত করিম সম্পাদিত দেশের স্বনামধন্য জাতীয় ইংরেজি দৈনিক ‘দি ডেইলি ইন্ডাস্ট্রি’ এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরাব হোসেন মেহেদী। গত ২৬ জুলাই পত্রিকাটির সম্পাদক ড. এনায়েত করিম স্বাক্ষরিত পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া তিনি সম্পাদনা করছেন অনলাইন নিউজ পোর্টাল ‘জিএস নিউজ ২৪’।
মেহরাব হোসেন মেহেদী এর আগে সাপ্তাহিক ফেনী টাইমস্ ও সাপ্তাহিক শমসেরনগর’র বার্তা সম্পাদক এবং ডেইলী মর্নিং গ্লোরি’র ফেনী প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। ২০০৯ সালে ছাত্র অবস্থায় তিনি সাপ্তাহিক ’উদয়’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন।
এছাড়া তিনি সামাজিক নানা সংগঠনের সাথে জড়িত আছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ইনস্যুরেন্স কনসালটেন্ট পেশায় ও সফটওয়্যার ও আইটিইএস প্রতিষ্ঠানে যুক্ত আছেন।
মেহেদী ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন গোয়ালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক এস.এম. মোস্তফা কামালের ছেলে। নব উদ্যমে পেশাগত দায়িত্ব পালনে তিনি সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
‘দি ডেইলি ইন্ডাস্ট্রি’র ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় মেহেদীকে অভিনন্দন জানিয়েছে জিএস নিউজ পরিবার ও সোনাগাজী প্রেসক্লাব। তারা এ কলম সৈনিকের সর্বাত্মক সফলতা কামনা করেন।