ঢাকা সিটির নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়: সিইসি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয়সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, উপজেলা ও ঢাকার দুই সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে বলে আশা করি।

নুরুল হুদা জানান, নির্বাচনে অনিয়ম হলে সে যে দলেরই হোক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে আচারণবিধি ভঙ্গ না করে প্রত্যেক প্রার্থী যেন প্রচারের সময় সমান সুযোগ পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে একইভাবে ঢাকা সিটি ও উপজেলা নির্বাচনেও কার্যকরী ভূমিকা রাখার নির্দেশনা দেন পুলিশকে।

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটি নির্বাচনকেও সুষ্ঠু করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘নির্বাচনকে আমাদের সুষ্ঠু করতে হবে, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকল প্রার্থী সমান সুযোগ পাবে এটাই আমাদের কাছে প্রাধান্য।’

আপনার মতামত লিখুন :