স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০০ পিএম, ০৪ জুন ২০২০
বামে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) আব্দুল মান্নান, ডানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম

কোভিড-১৯ সঙ্কটের এই সময়ে মাস্ককাণ্ডসহ নানা আলোচনার মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা মান্নান চলতি বছরের ২৭ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান, যিনি একসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ছিলেন।

আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

আপনার মতামত লিখুন :