ছাগলনাইয়ায় দুই কিডনি অকেজো সেই আমজাদ হোসেনের ইন্তেকাল

ছাগলনাইয়ার দক্ষিন নিজপানুয়া গ্রামের যুবক আমজাদ হোসেন সুজন ( ২৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ওই গ্রামের মোঃ মাহবুবের ছেলে।
শুক্রবার ভোর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার বাদ আসর নিজপানুয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আমজাদ হোসেন সুজনের দুটি কিডনি অকেজো ছিল। আড়াই বছর আগে তার বাবার কাছ থেকে একটা কিডনি তার জন্য প্রতিস্থাপন করা হয়েছিল। ওই সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে আর্থিক সহযোগীতা করেছিল।
মোটামুটি সুস্থতা অনুভব করে স্বাভাবিক জিবনে ফিরেছিল আমজাদ হোসেন। রাধানগর ইউনিয়ন পরিষদ গেটে ছোট্ট একটি দোকানও খুলেছিলেন তিনি।
কিন্তু সম্প্রতি তার ব্যয়বহুল চিকিৎসায় ওষুধ কেনায় চরম অর্থ সংকটে ভুগছিল তার পরিবার । এতে তার চিকিৎসা বাঁধাগ্রস্ত হয়ে দ্রুত শারিরীক অবস্থার অবনতি ঘটে। ভর্তি হয় হাসপাতালে।
অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় তার- এসব তথ্য জানাচ্ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব।