ছাগলনাইয়ায় মহামায়া বিএনপি নেতা আবুল কাশেম পাটোয়ারীর ইন্তেকাল
ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের বিএনপি নেতা আবুল কাশেম পাটোয়ারী (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার রাত ১১ টার দিকে তিনি তার ছাগলনাইয়ার বাসায় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
তিনি স্ত্রীসহ দুই ছেলে পাঁচ মেয়ে রেখে গেছেন।
আবুল কাশেম পাটোয়ারী মহামায়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার বেলা ১১ টায় মরহুমের বাড়ির সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।