সাংবাদিক ও ব্যবসায়ী তমিজ উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

প্রতীকী ছবি
দৈনিক আমাদের ফেনীর নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তমিজ উদ্দিনের পিতা ফেনীর দাগনভূঁঞা উপজেলার বারাহীগুনি নিবাসী মোহাম্মদ তোফাজ্জল হকের (৮৫) জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০টায় দাগনভূঁঞা জায়লস্কর বারাহীগুনি দরবার শরীফে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিরা। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।