ফেনী জেলা বিএনপি নেতা আলা উদ্দিন গঠনের ইন্তেকাল

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৫ পিএম, ১১ আগস্ট ২০২৩

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আলাউদ্দিন গঠন আজ ১১ আগস্ট ২০২৩ শুক্রবার ভোর ৬টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সোনাগাজী সহ ফেনী জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, আলা উদ্দিন গঠন গত বেশ কিছু দিন যাবত হাটের সমস্যায় ভূগছিলেন। বিভিন্ন সময় দলের কর্মসূচি চলাকালীণ সময়ে বার বার অসুস্থ্যতা বোধ করে চিকিৎসা নিয়েছেন। আবার দলের সকল কর্মসূচিতে সংক্রিয় অংশ গ্রহন করছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ আবারো অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ফেনী থেকে চট্রগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় আজ শুক্রবার সকাল ৬টায় সবাইকে কাদিঁয়ে না ফেরার দেশে চলে যান।

আলা উদ্দিন গঠন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভাপতি থাকা অবস্থা ছাত্র রাজনীতি থেকে মূল দল বিএনপিতে যোগদান করেন। এরপর সোনাগাজী পৌর বিএনপির সভাপতি হন। উপজেলায় সক্রিয় দায়িত্ব পালন শেষে আন্দালন সংগ্রামে ভূমিকা রাখার জন্য ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়কের দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে অধ্যবধি বিএনপির রাজনীতিতে ফেনী জেলায় সক্রিয় ভূমিকা পালন করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে প্রর্শংসা কুড়িয়ে ছিলেন।

তিনি ফেনী জেলার সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের শেখ পাড়া সরু মিয়ার বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র। মরহুমের ১ম জানাজা বাদ জুমা ফেনী তাকিয়া মসজিদ মাঠে ও ২য় জানাজা বাদ আছর সোনাগাজী কেন্দ্রীয় জমে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

আপনার মতামত লিখুন :