মারা গেছেন বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের মা

বাংলাভিশনের ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের মা হোসনে আরা বেগম (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ মার্চ) ভোর ৬টায় গ্রামে ফেনীর দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামে চৌধুরী বাড়িতে মৃত্যুবরণ করেন।
দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থাকার পরে হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে আসার পর আজ (৩ মার্চ) সকাল ৬ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
হোসনে আরা বেগম স্বামী, তিন ছেলে ও পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে ফেনী প্রেসক্লাব, সোনাগাজী প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ফেনী গভীর শোক প্রকাশ করেছে।