কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯

‘‘এক ব্যাগ রক্ত যেন এক ব্যাগ ভালোবাসা’’ এমন স্লোগান কে সঙ্গে নিয়ে সেচ্ছাসেবী সংগঠন কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রক্তদাতাদের সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৩ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩ টায় সদর উপজেলার কাজিরবাগ হাজি দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, রক্তদাতাদের সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রতন সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী ।

বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলার ৫নং কাজিরবাগ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এড.কাজী বুলবুল আহমেদ সোহাগ , কাজিরবাগ হাজি দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়া উদ্দিন ডালিম, জাহিদ হোসাইন ভূঁইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক,ফেনী সমিতি ঢাকা, গ্রান্ড হক টাওয়ারের স্বত্ত্বাধিকারি ইমন উল হক ইমন, বিশিষ্ট সমাজ সেবক দীপক দেবনাথ প্রমুখ।

কাজিরবাগ ব্লাড ডোনেট ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস সংগঠনের বিগত তিন বছেরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ রক্তদাতাসহ ৬০ জন রক্তদাতা ও ফেনীসহ ১০ টি জেলার ৩০ টি স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ কে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন। এসময় বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জিএসনিউজ/এমএইচএম/এমইউ/এমএএআই