সুন্দরী বান্ধবী জর্জিনার সঙ্গে আনন্দঘন মুহূর্তে রোনালদো
-
রোনালদোর এই বান্ধরীর নাম জর্জিনা রোদরিগেজ। নামকরা এই মডেলের পার্টনার বিশ্বের সেরা ফুটবলারদের একজন। ইনি ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা।
-
জর্জিনা ও রোনালদোর ঘনিষ্ঠ সম্পর্ক প্রায় তিন বছরের। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই কোনো রকম লুকোছাপা করেননি তারা। ঘনিষ্ঠ ছবিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
-
কখনও বা সানবাথের ছবি, কখনও বা বেড়াতে যাওয়ার ছবি। আলা মার্তিনা নামের এক কন্যাসন্তানও রয়েছে দু’জনের।
-
রোনালদোর প্রথম সন্তানের সঙ্গেও তারা বেড়াতে যান। মায়ের ভূমিকাই পালন করেন জর্জিনা।
-
জর্জিনা রোনালদোর দুই সারোগেট সন্তান ইভা আর মাতিনোকেও সামলে রাখেন। কিন্তু কে এই জর্জিনা?
-
স্পেনের উত্তরে জাকা নামের একটি ছোট্ট শহরে জন্ম তার। পড়াশোনাও সেখানে।
-
পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য লন্ডন পাড়ি দেন। কিশোরী জর্জিনা ওয়েট্রেস হিসাবে কাজ করতেন। ব্রিস্টলে পরবর্তীতে পাড়ি দিলেও ফিরে আসেন স্পেনে।
-
মডেলিংয়ের পাশাপাশি তিনি একটি নামী ব্র্যান্ডের দোকানে সহকারীর কাজও করতেন। একই সঙ্গে নাচের প্রশিক্ষণও দিতেন।
-
একটি ইভেন্টে গিয়ে সুন্দরী জর্জিনার আলাপ হয় রোনালদোর সঙ্গে। তখনও রিয়াল মাদ্রিদে খেলেন ক্রিশ্চিয়ানো।
-
এরপরই প্যারিসের ডিজনিল্যান্ডে তাদের এক সঙ্গে দেখা যায়, সেটা ২০১৬ সাল, তারপর থেকেই এক সঙ্গে থাকছেন তারা।
-
ফিফার সেরা ফুটবলারদের পুরস্কারের অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাদের। পরবর্তীতে রোনালদোর ম্যাচে তাকে চিয়ার আপ করতেও যেতেন জর্জিনা।
-
ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও আমন্ত্রণ পেয়েছিলেন জর্জিনা।
-
স্পেনের নিউজ আউটলেট ‘এল মুন্দো’-র মাধ্যমে রোনাল্ডো প্রিয় বান্ধবীর অন্তঃসত্ত্ববা হওয়ার খবর জানান। জন্মায় আলানা মার্তিনা। রোনালদো তাকে অসম্ভব ভালোবাসেন, জর্জিনা বলেন এমনটাই।
-
জর্জিনা নাকি প্রকৃত সুন্দরী, তার চেয়েও বেশি সুন্দর তার মন, এমনটাই বলেন রোনালদো।
-
জর্জিনাও সব সময় পাশে থাকেন তার, এক মডেল রোনালদোর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পরও প্রিয়জনকে ছেড়ে যাননি জর্জিনা। বরং সেই অভিযোগকে গুরুত্ব দেননি। সব বাধা সরিয়ে এগিয়ে যেতে হবে, এমনই একটি পোস্ট করেছিলেন তিনি।
-
রোনালদো আর তার প্রেমিকা বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত।