দেশে পৌঁছেছে খোকার মরদেহ

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩১ এএম, ০৭ নভেম্বর ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ নিউ ইয়র্ক থেকে ঢাকায় পৌঁছেছে।

বুধবার (৬ নভেম্বর) তার মরদেহবাহী বিমানটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। খোকার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার পরিজন।
বিমানবন্দরে সাদেক হোসেন খোকার কফিন বুঝে নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিমানবন্দর থেকে খোকার মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এই সংসদ সদস্যের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। শহীদ মিনার থেকে বাদ জোহর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া হবে।

দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ ঢাকার সাবেক মেয়রের প্রতি শ্রদ্ধা জানাবেন। বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আরেক দফা জানাজা শেষে খোকার মরদেহ নেয়া হবে গোপীবাগের বাসায়। বিকেলে ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধকে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিটি করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :