ত্রাণ দিয়ে ছবি তুলে ফেরত নিল আ.লীগ নেতা :দল থেকে অব্যাহতি
টাঙ্গাইলের দেলদুয়ারে কর্মহীন দরিদ্র নারীকে ত্রাণ সামগ্রী হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে তা ফেরত নিয়েছে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা। শুক্রবার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সিনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
জানা যায়, ফাজিলহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন মাসুম মুন্সিনগর গ্রামের ফজল মিয়ার স্ত্রী হালিমা বেগম ও একই গ্রামের মৃত মোমিন মিয়ার স্ত্রী সালেহা বেওয়াকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ লিটার তেল, ৩ কেজি আলু দিয়ে ছবি তুলে। পরে ত্রাণ সামগ্রী ফেরত নিয়ে তাদের একটি করে সাবান দিয়ে বিদায় দিয়ে দেয় ওই নেতা। পরে ত্রাণ দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। পরে বিষয়টি ভাইরাল হয়।
ফাজিলহাটি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সরকার শহীদুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়ে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোজাম্মেলকে তাৎক্ষনিক দল থেকে অব্যাহতি দেয়া হয়।