সোনাগাজীর আমিরাবাদে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সকল ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসভা শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকালে আহমদপুর আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফামেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক হিরণ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ ইসমাইল, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুল হক ভূঁঞা, সাধারণ সম্পাদক আরু মিয়া মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক মীর এমরান, জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবদুল হায়দার মিল্কী, জেলা ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য নিজাম উদ্দিন শাহীন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত মেম্বার আহসান উল্যাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা, নবনির্বাচিত মেম্বার কামাল উদ্দিন, নোমান ভূঁঞা, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সৈকত সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।