জামায়াতে ইসলামীর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
ফেনী সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড
নবাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় ওয়ার্ড সভাপতি মাওলানা কামাল উদ্দিন এর সভাপতিত্বে শুক্রবার সকালে তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংক্ষিপ্ত দারসুল কুরআন পেশ করেন খিলগাঁও থানা ওলামা বিভাগের সভাপতি ড.জসিম উদ্দিন ফারায়েজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা মজলিশে শূরা সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ইন্জিনিয়ার ফখরুদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, নবাবপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য, মঙ্গলকান্দি ইউনিয়ন এর আমির মাওলানা নুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন জামায়াতের ইসলামির সেক্রেটারি মাও.মোমিনুল হক, উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হামিদুল হক মিন্টু,ফুলগাজী উপজেলা শিবির সভাপতি মুনতাহের আহমেদ রাকিব, নবাবপুর ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি কলিম উদ্দিন এবং নবাবপুরের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন প্রমূখ।