নিরাপদ সড়ক চাই আন্দোলনে কি ভাবে সদস্য হবেন জেনে নিন

জিএস নিউজ
প্রকাশিত : ১০:৪১ এএম. ৪ জুলাই ২০১৮

জিএস অনলাইন :>>>

নিরাপদ সড়ক চাই(নিসচা) এর ৩ মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ১লা জুলাই,২০১৮ থেকে  যা ৩০ সেপ্টেম্বর শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে দেশ ও বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং অনেকে লাইক ও কমেন্টের মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সদস্য হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।

তাদেরকে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রবাসী কিছু বন্ধু যারা  নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের সাথে  শরীক হয়ে কাজ করতে চান তারা তাদের ইমেইল নাম্বার নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করলে তাদের নামে সদস্য ফর্ম পাঠিয়ে দেওয়া হবে ।

উক্ত ফর্ম পূরণপূর্বক ১ কপি ছবিসহ  সদস্য ফি ২ বছরের জন্য সাধারণ সদস্যের  ক্ষেত্রে বাংলাদেশী ২০০০ টাকার সমপরিমাণ ও আজীবন সদস্যের ক্ষেত্রে বাংলাদেশী ৩৫,০০০ টাকার সমপরিমাণ  পাঠিয়ে দিলে সদস্য পদ অনুমোদনপূর্বক  আইডি কার্ড স্ব স্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে অথবা বাংলাদেশে অবস্থানরত তাদের প্রতিনিধি    সরাসরি চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে আইডি কার্ড গ্রহণ করতে পারবেন।

যোগাযোগঃ

১) nirapadsarakchai@gmail.com

২) seh.kamal@gmail.com

৩) smazadh@yahoo.com

মোবাইল: (বিকাশ ) ০৮৮-০১৭১৬৫৫৩৬২৪ ( মহাসচিব )

০৮৮-০১৭১৬৪৯৩০৮৯ ( সাংগঠনিক সম্পাদক )

Bank Account No. Nirapad Sarak Chai

SB AC No.  34091512, Sonali Bank

Kakrail Branch,Dhaka – 1000

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ