দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্রভিন্সের সোয়েটোর এলডেরাডো পার্ক লোকেশনে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৮টার এ ঘটনা ঘটে।

নাজমুল হুদা বিপ্লব ফেনীর দাগনভূইয়া পৌরসভার শ্রীধর পুর গ্রামের হোসেন সারেং বাড়ির বাসিন্দা ছিলেন।

নাজমুল হুদা বিপ্লব এলডেরাডো পার্কের দোকানে একা ছিলেন। সন্ত্রাসীরা দোকানের ভেতর ঢুকে তাকে গুলি করলে তিনি কৃষ্ণাঙ্গ দোকান মালিকের ঘরের দিকে ছোটেন। তাকে ধাওয়া করে দোকান মালিকের উঠানে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :