শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামী ১৪ই জুলাই মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেই দুই দলই ফাইনালে উঠেছে। তাই কঠিন লড়াই হতে পারে এবারের বিশ্বকাপের ফাইনালে।
১ম সেমিফাইনালে দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং করে, হট ফেভারিট দল ইন্ডিয়াকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
টুনামেন্টের ১ম সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ করতে পারেনি নিউজিল্যান্ড। কিন্তু দুর্দান্ত বোলিং আর ফিল্ডিং করেই ইন্ডিয়াকে হারাতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। তবে টুনামেন্ট চ্যাম্পিয়ান হতে হলে ভালো বোলিং ও ফিল্ডিং এর পাশাপাশি ব্যাটিং ভালো করতে হবে মনে করেন সাবেক ক্রিকেটাররা।
অপর দিকে ২য় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট পায় ইংল্যান্ড। এই প্রথম অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল খেলার সুযোগ পায় ইংল্যান্ড। ২য় সেমিফাইনালে ভালো বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ২২৩ রানেই আটকে পেলে ইংল্যান্ড। এরপর ২য় ইনিংসে ব্যাট করতে নেমে জেসন রয় শুরুতেই অস্ট্রেলিয়ার বোলারদের উপর ব্যাটিং তান্ডব চালায়। দলীয় ১২৪ রানের মাথায় জন বেয়ারিস্টো আউট এবং আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে ৬৫ বলে ৮৫ রান করে সাজঘরে পিরে যায় জেসন রয়। এরপর জে রুট ও মরগান দলকে ৮ উইকেটে জয় এনে দেয়। এই জয়ে ২১ বছর পর আবার ফাইনাল খেলার সুযোগ পেলো ইংল্যান্ড। নিজেদের মাঠে ভালো খেলে শিরোপা জিততে চায় ইংল্যান্ড।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com