আফগান দাপটে ব্যাকফুটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কস্পোর্টস ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৪ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯

আপাতত বেশ কিছুটা স্বস্তিতে রয়েছে আফগানিস্তান। তবুও কেন জানি,  ঠিক চালকের আসনে বসানো যাচ্ছে না আফগানিস্তানকে।চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনশেষে আফগানিস্তানের বিপক্ষে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

আফগানিস্তানের প্রথম ইনিংসে ৩৪২ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে ১ম ইনিংসের এক পর্যায়ে এক ওভারেরই অধিনায়ক সাকিব আল হাসান ও ডিপেন্ডেবল মুশফিক রহিম আউট হয়ে যান। এতে ৮৮ রানে প্রথম সারির ৫ জন ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর দলীয় ১০৪ রানে মাহামুদউল্লাহ এবং ১৩০ রানে মমিনুল ইসলাম সাজঘরমুখী হলে খাদের কিনারায় গিয়ে পৌঁছে টাইগারদের ইনিংস।

তাইজুলকে নিয়ে মোসাদ্দেকের প্রতিরোধে ম্যাচে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছে বাংলাদেশ। দুজনের ৪৮ রানের জুটিতে দিন শেষ করেছে আট উইকেটে ১৯৪ রানে।

বিশ্বমানের স্পিন বলের প্রতিরোধ গড়ে দ্বিতীয় দিনের শেষদিকে তারা আর কোন বিপদ হতে দেননি। অবিশ্বাস্য দক্ষতায় ৮ম উইকেট জুটিতে অপরাজিত ৪৮ রানের মহামূল্যবান ইনিংস গড়ে, বাংলাদেশ দলকে চরম হতাশার মাঝেও আলোর পথ দেখিয়েছেন। ১৪৮ রানে ৮ম উইকেটের পতনের সময়ে বাংলাদেশ তখনো ১৯৪ রানে পিছিয়ে ছিলো। গতকাল দ্বিতীয়দিনের খেলা শেষে সেটা ১৪৮ রানে এসে দাঁড়িয়েছে। আজ ফাস্ট সেশনে এ দু’জনকে আরো কঠিন পরীক্ষায় মুখোমুখি হতে হবে। মোদ্দা কথা এ দু’জনের উপরই নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। আজ মোসাদ্দেক ৪৪ এবং তাইজুল ১৪ রানে অপরাজিত থেকে খেলা শুরু করবেন।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :